বিনোদন
মা হচ্ছেন পরীমনি

পরীমনি ও রাজ
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা পরীমনি মা হতে যাচ্ছেন। তবে কোনো সিনেমায় নয় বরং বাস্তব জীবনেই সন্তানের মা হচ্ছেন তিন।
সম্প্রতি নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের 'গুনিন' ছবিতে অভিনয় করেছেন তিনি। আর সেখানেই প্রেমে জড়ান অভিনেতা শরিফুল রাজের সাথে।
আজ সোমবার দুপুরে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।
সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। প্রেম থেকে বিয়ে। অতঃপর মা হতে যাচ্ছেন ঢালিউডের এই শীর্ষ নায়িকা।
এ ব্যাপারে পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম নিজেই।
আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।