কাশ্মিরী বিউটি বাই জিনিয়াত এর নতুন শো রুম উদ্বোধন করলেন অপু বিশ্বাস

post_image

“কাশ্মিরী বিউটি বাই জিনিয়াত”, ন্যাচারাল বিউটি কেয়ারে আজ বাংলাদেশের অতি পরিচিত একটি নাম। সম্প্রতি বসুন্ধরা শপিং কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়ে গেলো কাশ্মিরী বিউটির জমজমাট দ্বিতীয় শো-রুমের উদ্বোধন।

গ্রান্ড ওপেনিং এর প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউড কুইন “অপু বিশ্বাস” যিনি কাশ্মিরী বিউটির ব্রান্ড এম্বাসেডর। জিনিয়াত জাহান, কোম্পানির ফাউন্ডার জানান, ২০১৭ থেকে যাত্রা শুরু করে ক্রেতাদের ভালবাসা, দোয়া আর নিজের অক্লান্ত পরিশ্রমে কাশ্মিরী বিউটি আজ সবার মনে একটি ভালবাসা ও ভরসার জায়গা করে নিয়েছে।

এজন্য তিনি সকল ক্রেতাদের কাছে তার আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানকে আরও মোহময় করতে - নওসিন চোধুরী, ইসায়া তাহসিন, রিফাত আরা, সানজিদা, তাসনুভা আনোয়ার, বারিশা হক, মালা খন্দকার, সিলভী মাহমুদ সহ, সেলেব্রেটি, অনলাইন ইনফ্লুয়েন্সার সহ অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

সকল খবর

সকল খবর পড়ুন