অনুষ্ঠিত হলো উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড

স্বাধীনতার পঞ্চাশ বছরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পঞ্চাশ নারীকে সম্মাননা দেয়ার মাধ্যমে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো নতুনধরা নিবেদিত উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ২০২২।
আগামী এবং ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্ এর আয়োজনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নারীদের হাতে সম্মাননা তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এর কো-স্পন্সর ছিলেন সাবুশপ, পাওয়ার্ড বাই জায়া গোল্ড অ্যান্ড ডায়ামন্ড।
আয়োজকদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহরীন। কবিতা আবৃত্তি করেন জনপ্রিয় আবৃত্তিকার সংবাদ পাঠক ফারজানা করিম। এরপর রাকিব বাবুর কোরিওগ্রাফীতে হয় র্যাম্প শো।
আয়োজক বাবুল আক্তার বলেন, 'স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নারীদের সম্মানিত করতে পেরে আমরা সফল, ভালো কাজের স্বীকৃতি সবসময়ই দেয়া উচিত, আমরা সে চেষ্টাই করেছি সামনে আরও ভালো ভালো চমক রয়েছে।'
অনুষ্ঠান সহযোগিতায় ছিলো সাবুশপ, পাওয়ার্ড বাই জায়া গোল্ড অ্যান্ড ডায়ামন্ড। অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার ছিলো আগামী, টেলিপ্রেস, ফটোগ্রাফি পার্টনার ছিলো মেমরি বাসকেট, স্ট্র্যাটেজিক অ্যান্ড পিআর পার্টনার ছিলো লুমেক্সথ্রিসিক্সটি।