দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করলেন চিত্র নায়ক সিয়াম।

সিয়াম আহমেদ
প্রথমবারের মত দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে ‘বিশ্ব সুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। পুরস্কার হাতে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।
সেইসাথে কৃতজ্ঞতা জানালেন নিজের পরিবারের সবাইকে এবং ‘বিশ্ব সুন্দরী’ সিনেমার পুরো টিমকে। নিজের অনুভূতি জানাতে গিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘মানুষের ভালোবাসা তো সৃষ্টিকর্তার রহমত, এটার ওপরে তো কিছু নেই। সবসময়ই মানুষের ভালোবাসা পেয়ে এসেছি, এখনও পাচ্ছি। কিন্তু একটা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার সুপ্ত বাসনা তো সবার মনেই থাকে যে, একদিন হয়তো দেশ আমাদেরকে এ সম্মাননা দেবে। এ সম্মাননা প্রাপ্তি মানেই তো যেকোন শিল্পীর জন্য স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার মত ঘটনা।
পোড়ামন ২ দিয়ে যাত্রা শুরু করেন সিয়াম আহমেদ। এরপর দহন, ফাগুন হাওয়ার মত সুপারহিট সিনেমা উপহার দেন তিনি।