বিনোদন
আসছে জুয়েল মাহমুদ’র “মোটা-মুটি প্রেম ২”

স্যাটায়ার কমেডি প্রেমের গল্প নিয়ে নির্মিত জুয়েল মাহমুদ এর দর্শক নন্দিত নাটক মোটা-মুটি প্রেম এর সিক্যুয়াল মোটা-মুটি প্রেম ২ অবমুক্ত হচ্ছে জনপ্রিয় ডিজিটাল লেবেল ডেডলাইন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল এ, নাটকটি সম্পর্কে পরিচালক জুয়েল মাহমুদ বলেন “অতিরিক্ত স্বাস্থ্যবান হবার যে দৈনন্দিন কিছু বিড়ম্বনা রয়েছে সেটিই ব্যঙ্গাত্বক ভাবে একটি প্রেমের গল্পের মাধ্যমে নাট্যরুপ দেয়ার চেষ্টা করেছি,
প্রথম নাটকটিতে দর্শকদের ব্যাপক সাড়াতেই সিক্যুয়াল বানানোর সিদ্ধান্ত নিই আশা করছি মোটা-মুটি প্রেম ২ দর্শকদের বেশ ভালো লাগবে” ফাহিম ইসলামের নিবেদনে গল্প লিখেছেন শাওন খান অর্ক, স্টার কাস্টিং এ আছেন জনপ্রিয় অভিনয় শিল্পী সিয়াম নাসির ও আনিকা খান । আগামীকাল (২২-০৪-২০২২) দুপুর ২টা থেকে উল্লেখিত চ্যানেল এ দেখা যাবে নাটকটি।