জাতীয়
ঈদের ৭ দিন মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

মোটরসাইকেল নিয়ে জেলার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
ঈদের আগে পরে সাতদিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সড়ক পরিবহন সচিব গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, ৭ থেকে ১৩ জুলাই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিং।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করবে সড়ক বিভাগ।