
প্রথমবারের মতো আয়োজিত হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড। নতুন ধারা আয়োজিত এই পুরস্কার প্রদান হয় মঙ্গলবার (২৮জুন) সন্ধ্যায় পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ের বলরুমে। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ।
শোবিজের বিভিন্ন শাখার জনপ্রিয় তারকারা এই পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন নিরব, শবনম বুবলী,জিয়াউল রোশান ও পূজা চেরী।ওয়েবে সেরা অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। টিভি নাটকে সেরা হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নন্দিত চিত্রনায়িকা রোজিনা ও নূতনকে দেওয়া হয় সম্মাননা।
গানের শাখায় পুরস্কার জয় করেছেন স্বপ্নীল সজীব, হোমায়রা বশির, মার্শেল ও তামান্না প্রমী। নাচের শাখায় পুরস্কার পান শখ ও ইভান শাহরিয়ার সোহাগ। সেরা ইউটিউবার হয়েছেন তৌহিদ আফ্রিদি। মডেলিং সেক্টরে সেরা হয়েছেন মডেল আঁখি আফরোজ ও ইমু হাশমি। এন্টারটেইনার পুরস্কার পান আর্শিয়া প্রিয়া। সেরা মেকাপ আর্টিস্ট নির্বাচিত হয়েছেন জাহিদ খান। সেরা উপস্থাপক শান্তা জাহান।
বিজয়ী তারকাদের হাতে পুরস্কার তুলে দেন ও সেরা গায়িকা হন ফোক সম্রাজ্ঞী মমতাজ। অনুষ্ঠানটি আয়োজন করেন ড্রিমস শোবিজের কর্ণধার শাহরিয়ার স্বপন ।