অমির এক কোটির মাইলফলক

post_image

বতর্মান সময়ের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার শামিমা আফরিন অমি। তেমনই তিনি জনপ্রিয় টিকটক, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামেও। সম্প্রতি বাংলাদেশের প্রথম ব্যাক্তি হিসাবে টিকটকে তার ফলোয়ার সংখ্যা এক কোটি  ছাড়িয়েছে।

বাংলাদেশের প্রথম টিকটক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ১ কোটি ফলোয়ারের মাইল ফলক অতিক্রম করায় অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অমি।

শামিমা আফরিন অমি বলেন, ‘বাংলাদেশের প্রথম টিকটক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ১ কোটি ফলোয়ারের মাইল ফলক অর্জন আমার জন্য সম্মানের। এত মানুষের ভালোবাসা, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমার এজেন্সি পার্টনার গ্লী ডিজিটাল ও টিকটক কর্তৃপক্ষের উপর কৃতজ্ঞ। তারা সবসময় আমাকে সাপোর্ট করেছে।’

সাম্প্রতি গ্লী ডিজিটাল এর প্রযোজনায় মুক্তি পেয়েছে  শামিমা আফরিন অমি ও তরুণ সংগীত শিল্পী হাসান শামস ইকবালের ‘ক্রাশ’ শিরোনামের একটি গান। মুক্তি পাওয়ার পরপরই গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।  

সকল খবর

সকল খবর পড়ুন