
ফ্রেন্ডস ভিউ এর আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো FriendsView present Starbucks coffee night FASHION FOR LIFE । রাজধানীর স্বনামধন্য রেষ্টুরেন্ট THE RHINE এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো প্রোগ্রামটি। কোরিওগ্রাফার সায়েদ রুমার কোরিওগ্রাফিতে দেশের আলোচিত এক ঝাঁক মডেলের দৃষ্টিনন্দন ফ্যাশন কিউগুলো অনুষ্ঠানে এক অন্যরকম মাত্রা যোগ করেছে।
ডিজাইনার হিসেবে ছিলেন রোজা আফরোজা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ফ্রেন্ডস ভিউ’র চেয়ারম্যান রবি চৌধুরী ।সেই সাথে আরো উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুনর রশীদ( সি আই পি), দেবাশীষ বিশ্বাস, সংগীতশিল্পী শেখ সাদী,বুলবুল টোম্পা,নাজমী জান্নাত,পিটন খান,মালা খন্দকার, সামির জনি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আর জে রায়ান রাশিদ,ফটোগ্রাফি ছিলেন অরন্য জিয়া,সিনেমাটোগ্রাফিতে ছিলেন জিয়া,মেকআপ স্পন্সরে ছিলেন নাদিয়া আফরোজ, আর ফ্রেন্ডস ভিউ পরিবারের সকল সদস্যবৃন্দ।সমাপনী বক্তব্য রাখেন ফ্রেন্ডস ভিউ এর ডি এম ডি পলাশ ইসলাম। অনুষ্ঠান আয়োজনে ছিল ফ্যাশন শো, স্টারবাকস কফি, ডিনার।