অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক পুরুষ অ্যাওয়ার্ড ২০২২’

অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ফ্রেন্ডস ভিউ'র আয়োজনে " আন্তর্জাতিক পুরুষ অ্যাওয়ার্ড ২০২২ " এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার মোঃ জহিরুল হক মুন্সী (বীর প্রতীক বার) বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক বীর মুক্তিযোদ্ধা। অনুষ্ঠানের আয়োজক ফ্রেন্ডস ভিউ এর চেয়ারম্যান জনাব রবি চৌধুরী । বিশ্বের প্রথম পুরুষ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো ফ্রেন্ডস ভিউ এর আয়োজনে। আন্তর্জাতিক পুরুষ অ্যাওয়ার্ড বাংলাদেশে যারা নমিনেশন পেয়েছেন নির্মলেন্দু গুণ (বাংলাদেশী কবি ও লেখক),আব্দুল্লাহ আবু সাঈদ (বিশিষ্ট শিক্ষাবিদ এবং চেয়ারম্যান বিশ্ব সাহিত্য কেন্দ্র), শাইখ সিরাজ (কৃষি উন্নয়ন কর্মী এবং বিশিষ্ট সাংবাদিক),
আলহাজ্ব হারুণ উর রশিদ সিআইপি (চেয়ারম্যান এশিয়ান টেলিভিশন), ইলিয়াস কাঞ্চন (বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি), স্বপন চৌধুরী (চেয়ারম্যান অন্তর শোবিজ), আলহাজ্ব খন্দকার রুহুল আমিন সিআইপি (ব্যবসায়ী উদ্যোক্তা ও চেয়ারম্যান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি),মেয়ের মোতাহের হোসেন (সিইও এটিএন নিউজ), নাজমুস সাকিব (আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রথম বাংলাদেশর বিশ্বজয়ী হাফেজ),এম এ আলম বিশিষ্ট সমাজসেবক, হেদায়েত ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী, মোফাজ্জল হোসেন চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী, দেবাশীষ বিশ্বাস উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক। এস এইচ সোহেল তরুণ ব্যবসায়ী, মোহাম্মদ কামরুল ইসলাম (সমাজসেবক এবং চেয়ারম্যান আমাদের আলোকিত সমাজ,এ বি মান্নান রানা (সমাজসেবক ও সাধারণ সম্পাদক আমাদের আলোকিত সমাজ),
সাইফুল ইসলাম পিন্টু (বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী), এস এম নজরুল ইসলাম বাবু (বিশিষ্ট ব্যবসায়ী), অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আর কে মন্ডল রবিন (সিনিয়র উপদেষ্টা ফ্রেন্ডস ভিউ) ও ড.জাহিদ চৌধুরী বিপুল (উপদেষ্টা ফ্রেন্ডস ভিউ)। পলাশ ইসলাম ডিএমডি,প্রীতম মজুমদার সিইও,মনিরুজ্জামান মনির ডিরেক্টর, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রায়ান রশিদ ও নাজিবা খান। মিডিয়া পার্টনার এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সামির জনি ও রেশমি। আরো উপস্থিত ছিলেন গণমাধ্যমের সকল সাংবাদিক বৃন্দরা। সবার শেষে বাপের ডিনার দিয়ে অনুষ্ঠান শেষ হয়।