চলচ্চিত্রে আতিকা আফসানা

post_image

অভিনেত্রী আতিকা আফসানা নিয়মিত নাটকে কাজ করছেন। মিডিয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলছেন। এরই মধ্যে নাম লিখিয়েছেন বড় পর্দায়। সব মিলেয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সাম্প্রতিক কাজ নিয়ে আতিকা বলেন, ‘ক্যারিয়ারের শুরুটা হয়েছিল নাটক দিয়ে। সম্প্রতি শুটিং করেছি চলচ্চিত্র নির্মাতা খন্দকার মুনতাহিদুল লিটনের পরিচালনায় কবর সিনেমার কাজ। এই সিনেমায় আমার কো-আর্টিস্ট ছিলেন চিত্রনায়ক তানভীর তনু। 'কিল হিম’ শিরোনামে নতুন আরেকটি সিনেমায় যুক্ত হলাম। ইতিমধ্যেই সাইনিং করেছি। এতে আরো আছেন অভিনেতা অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।

সিনেমাটির পরিচালক-প্রযোজক এম ডি ইকবাল। ‘সুনান মুভিজ'- এর ব্যানারে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে বলে জানা যায় পরিচালক সূত্রে। দেশের এক ঝাঁক তারকা ছাড়াও ভারতের দুই শিল্পী থাকছেন 'কিল হিম' সিনেমায়। তাদের মধ্যে খল চরিত্রে দেখা যাবে হিন্দি ও বাংলা সিনেমা অভিনেতা রাহুল দেবকে। এছাড়া আছেন কলকাতার অভিনেত্রী অ্যামি রায়। ‘কিল হিম’ নিয়ে আতিকা বলেন, ‘ধন্যবাদ জানাই পরিচালক ইকবাল ভাইকে। তার কাছে আমি কৃতজ্ঞ, আমার ওপর বিশ্বাস রেখে এই সিনেমায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য।’ এ সিনেমায় দশর্ক আমাকে দেখতে পাবে একজন সাইকোলজিস্ট বা মনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের চরিত্রে।

তিনি বলেন, ‘আমার হাতে আরও সিনেমা রয়েছে। সেগুলোর কাজ শেষে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাব। এক কথায় বলতে গেলে, নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। সিনেমায় নিজেকে ভালো পর্যায়ে দেখতে চাই।’

সকল খবর

সকল খবর পড়ুন