‘গ্লস অ্যান্ড গ্লিটার’-এ মিস আয়ারল্যান্ড প্রিয়তি

post_image

যেসকল বাংলাদেশি মডেল আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে কাজ করছেন, তাঁদের মধ্যে মাকসুদা আক্তার প্রিয়তি অন্যতম একটি নাম। এরই মধ্যে তাঁর নামের সাথে যুক্ত হয়েছে ‘মিস আয়ারল্যান্ড ২০১৪’, ‘মিস আর্থ ২০১৬’ ‘টপ মডেল ২০২১’ এর মতো বিশেষণ।

সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছিলেন মডেল অনুসন্ধান ও ফ্যাশন ইভেন্ট ‘টপ মডেল বাংলাদেশ’ এর আয়োজন  সম্পন্ন করতে। তাঁর ব্যস্ত কর্মসূচীর মধ্যেও তিনি অতিথি হয়ে এসেছিলেন লাইফস্টাইল ও সৌন্দর্য্য বিষয়ক অনুষ্ঠান ‘গ্লস অ্যান্ড গ্লিটার’ এর হট সিটে। অনুষ্ঠানে আলাপচারিতার মধ্য দিয়ে অকপটে উঠে এসছে প্রিয়তির লাইফস্টাইল, সৌন্দর্য্যচর্চা সহ তাঁর সাম্প্রতিক কর্মব্যস্ততা।

অনুষ্ঠানটি এশিয়ান টিভিতে সম্প্রচারিত হবে ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার সন্ধ্যা ০৭:৩০ মিনিটে। তমা রশিদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জ্যোতির্ময় মন্ডল।

সকল খবর

সকল খবর পড়ুন