প্রতিদিনের বাংলাদেশের শুভ উদ্বোধনে ডিএলএ বাই সাইফুল ইসলাম
নতুন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর উদ্বোধনে নৃত্য পরিবেশন করে টিম ডিএলএ বাই সাইফুল ইসলাম, সম্প্রতি হোটেল রেডিসনের উৎসব হলে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইফুল ইসলামের নির্দেশনায় এতে অংশগ্রহণ করেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ, রুহানী সালসাবিল লাবণ্য ও ডিএলএ টিম। দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
চলচ্চিত্র তারকা ফেরদৌস এবং পূর্ণিমার সঞ্চালনায় কেক কাটার মাধ্যমে প্রতিদিনের বাংলাদেশ-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এতে অংশ নেন দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী, শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, শিল্পপতি, বিশিষ্ট শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজন। এর মধ্যে ছিলেন—তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সহসভাপতি আব্দুল আউয়াল মিন্টু ও শওকত মাহমুদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বিএনপির মিডিয়া সেলপ্রধান জহির উদ্দিন স্বপন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।