দেশে বৈদেশিক মুদ্রায় তেল কেনার সুযোগ পাচ্ছে বিদেশি এয়ারলাইন্স

ফাইল ছবি
বাংলাদেশে এখন থেকে বৈদেশিক মুদ্রায় জ্বালানি তেল কিনতে পারবে বিদেশি এয়ারলাইন্সগুলো। এর আগে শুধু বাংলাদেশি মুদ্রায় (টাকায়) তেল কেনার সুযোগ ছিল।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট সোমবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল কোম্পানি থেকে তেল কিনতে বৈদেশিক মুদ্র্রায় ড্রাফট ইস্যু করার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে কর্মরত বিদেশি এয়ারলাইন্সের পক্ষে এডি ব্যাংক বৈদেশিক মুদ্রায় ড্রাফট ইস্যু করতে পারবে। এক্ষেত্রে রিপোর্টিং বিবরণীতে পরিশোধ বাবদ সমতুল্য টাকার অংক দেখাতে বলা হয়েছে।
বৈদেশিক মুদ্রায় পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবে জমা রাখা যাবে। ওই অর্থ আমদানি ব্যয়ে ব্যবহার করা যাবে, পাশাপাশি স্থানীয় মুদ্রায় নগদায়ন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ মেইল/এমআরকে