চুল দিয়ে ৫৪ কেজি তুলে আশা রানির বিশ্বরেকর্ড

post_image

ছবি: সংগৃহীত

আয়রন কুইন খ্যাত আশা রানি। বলা যায় তিনি আর দশজন নারীর চেয়ে অনেকটাই আলাদা। চুল দিয়ে ৫৪ কেজি পর্যন্ত তুলতে সক্ষম আশা রানি।

কান দিয়ে তুলতে পারেন ৩২ কেজি পর্যন্ত। ২০১৪ সালে চুল দিয়ে ২৬ হাজার ৯৩১.৬৭ পাউন্ডের এক গাড়ি পাঁচ মিনিট টেনে নিয়ে তিনি গড়েন বিশ্বরেকর্ড।

এ ছাড়াও মোট ছয়টি রেকর্ড তার ঝুলিতে। ভারতের পাঞ্জাবের বাসিন্দা ২৩ বছর বয়সী আশা রানি ছোট থেকেই অন্যদের থেকে আলাদা ছিলেন খানিকটা।

ভারী যান সবচেয়ে বেশিক্ষণ টেনে নিয়ে যাওয়ার নারী ক্যাটাগরিতে আশা এখনো শীর্ষে। এছাড়াও দুই চোখের পাপড়ি দিয়ে সবচেয়ে ভারী ওজন তোলা (নারী) এবং দুই কান ব্যবহার করে টানা সবচেয়ে ভারী যানের রেকর্ডও এই নারীর। শেষটির ওজন ছিল ৩ হাজার ৭৪৫ পাউন্ড। এই রেকর্ডগুলো তিনিই বারবার করেছেন। ভেঙেছেন নিজের রেকর্ড নিজেই।

(ছবি: সংগৃহীত)

তবে গিনেস কর্তৃপক্ষ বলছেন রানি তার চুল ব্যবহার করে ২৬ হাজার ৯৩১.৬৭ পাউন্ডের গাড়ি টেনে নিয়ে তার শেষ রেকর্ডটি করেছেন। গাড়িটি ছিল একটি ডাবল ডেকার লন্ডন বাস। সেসময় বাসে একজন ড্রাইভারসহ ৩২ জন লোক ছিল।

তথ্যসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

বাংলাদেশ মেইল/এমআরকে

সকল খবর

সকল খবর পড়ুন