এবার পূজা-অর্ণবের সংসারে ভাঙন

post_image

দীর্ঘ সময়ের প্রেমের সম্পর্কের সংসার জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল-অভিনেতা অর্ণব অন্তু। তবে কী কারণে তাদের প্রেমের সংসার জীবনের ইতি টেনেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিচ্ছেদের তথ্য নিশ্চিত করেছেন পূজার স্বামী অর্ণব। 

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পূজার স্বামী অর্ণব সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো। 

২০১৭ সালে ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে দীর্ঘ দিনের প্রেমিক অর্ণবকে বিয়ে করেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। তবে পঞ্চম বিবাহ বার্ষিকীর আগেই প্রকাশ্যে আসে তাদের বিবাহ বিচ্ছেদের খবর।

সকল খবর

সকল খবর পড়ুন