
এবার বিচারকের আসনে বসলেন জনপ্রিয় টেলিভিশন নির্মাতা বাবুল আক্তার, সম্প্রতি অনুষ্ঠিত মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার লুক ২০২১ এর প্রতিযোগিতায় অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, সারাদেশ থেকে ৩০০ জন নির্বাচিত প্রতিযোগী নিয়ে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এর সেমি-ফাইনাল, আসন্ন ১৩ ডিসেম্বর রাজধানীর গুলশানের রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত হবে এর ফাইনাল রাউন্ড।
এই প্রতিযোগিতা নিয়ে তিনি বলেন “দীর্ঘ সময় ধরে ফ্যাশন লাইফ-স্টাইল নিয়ে কাজ করছি তাই প্রতিযোগিতাটি আমার সাথে খুবই সম্পর্কিত, যারা আসলেই মেধাবী তাদের সঠিকভাবে মূল্যায়ন করতে চাই, এই প্রতিযোগিতার মাধ্যমে আশা করছি ইন্ডাস্ট্রি নতুন কিছু মেধাবী মুখ পাবে, যারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে কাজের প্রস্তাব পাচ্ছে ” বলে যোগ করেন তিনি। বাবুল আক্তার ছাড়াও যারা বিচারক প্যানেলে যারা আছেন, চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা, নিজের বলার মত গল্প প্ল্যাটফর্মের ইকবাল বাহার, মডেল অভিনেত্রী মালা খন্দকার প্রমূখ, আয়োজনে আছে সোহেল আফসানের স্টার মাল্টিমিডিয়া ।
মিডিয়া পার্টনার হিসেবে আছে এশিয়ান টেলিভিশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ থেকে পড়াশুনা শেষে বাবুল আক্তারের মিডিয়াতে কাজ শুরু ২০০৬ সালে একুশে টেলিভিশন এর মাধ্যমে, এরপর লাইফস্টাইল, মিউজিক, টক-শো, কুকিং সহ প্রায় সকল ধরনের ই জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান উপহার দিয়েছেন টেলিভিশন দর্শকদের, নির্মাণ করেছেন নাটক, এছাড়াও আয়োজক করেছেন বেশ কিছু বড় বড় ইভেন্ট এর, অর্জনের ঝুলিতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননা, বাবুল আক্তার বর্তমানে দায়িত্বরত আছেন এশিয়ান টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে ।